জলবায়ু সংকট বৈশ্বিক গড় আয় এক পঞ্চমাংশ কমবে
প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
জলবায়ু সংকটের ফলে আগামী ২৬ বছরের মধ্যে বৈশ্বিক গড় আয় প্রায় এক-পঞ্চমাংশ হ্রাস পাবে। বিজ্ঞান-বিষয়ক সাময়িকী 'নেচারে' প্রকাশিত একটি সমীক্ষায় এই পূর্বাভাস
দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বৈশ্বিক তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে যে খরচ হবে, জলবায়ু পরিবর্তনের কারণে এর চেয়ে ছয় গুণ বেশি ক্ষতি হবে। ক্রমবর্ধমান তাপমাত্রা, ভারী বৃষ্টিপাত এবং ঘন ঘন ও চরম আবহাওয়া চলতি শতাব্দির মাঝামাঝি সময় প্রতিবছর ৩৮ লাখ কোটি ডলারের ক্ষতি হবে। এই ক্ষতি পূর্ববর্তী অনুমানের চেয়ে অনেক বেশি- গ্যাস, তেল, কয়লা ও গাছ পোড়ানোর মাধ্যমে বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে কার্বণ নির্গমনের ফলস্বরূপ আগামী কয়েক দশক ধরে বিশ্ব অর্থনীতিতে এরই মধ্যে এই ক্ষতির প্রভাব পড়েছে। আগামী বছরগুলোতে এই ক্ষতি প্রায় প্রতিটি দেশেই অর্থনৈতিক পঙ্গুত্বপূর্ণ ক্ষতি ঘটাবে, বৈষম্য
আরও বাড়াবে।
গবেষণাপত্রে বলা হয়েছে, ২০৪৯ সালের মধ্যে বিশ্বব্যাপী আয়ের স্থায়ী গড় ক্ষতি হবে ১৯ শতাংশ। আমেরিকা ও ইউরোপে এই হ্রাস প্রায় ১১ শতাংশ
হবে এবং আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় তা হবে ২২ শতাংশ।
পটসডাম ইন্সটিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের বিজ্ঞানী এবং গবেষণার অন্যতম লেখক লিওনি ওয়েঞ্জ বলেন, 'এটি ধ্বংসাত্মক। সুন্দর সামাজিক ফল নেই এমন কাজে আমি অভ্যস্ত, কিন্তু আমি অবাক হয়েছিলাম যে, ক্ষতিগুলো কত বড়।' অসমতার মাত্রা সত্যিই মর্মান্তিক।' তথ্যসূত্র : রয়টার্স