রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি সু চি

যাযাদি ডেস্ক
  ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
অং সান সু চি

প্রচন্ড গরমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মিয়ানমারের কারাবন্দি নেতা অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হয়েছে বলে জান্তা সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির চারটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে।

মেজর জেনারেল জাও মিন তুন বলেন, 'যখন থেকে প্রচন্ড গরম পড়তে শুরু করেছে, শুধু অং সান সু চি নন বরং কারাগারের ওইসব বন্দি, যাদের এই সময়ে সুরক্ষা প্রয়োজন, বিশেষ করে বয়স্ক বন্দিদের সুরক্ষায় আমরা কাজ করছি। যাতে তাদের হিটস্ট্রোকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করা যায়।'

এ খবরের সত্যতা যাচাই করতে বার্তা সংস্থা রয়টার্স থেকে জাও মিন তুন এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি সাড়া দেননি।

২০২১ সালের ১ ফেব্রম্নয়ারিতে অভু্যত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ওইদিনই সু চিকে বন্দি করা হয়। সু চির বর্তমান বয়স ৭৮ বছর। অভু্যত্থানের পর বিভিন্ন মামলায় তাকে ২৭ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে