ভারতের রাজধানী দিলিস্নর মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আপাতত তিহার কারাগারেই থাকতে হচ্ছে। সোমবার দেশটির সুপ্রিম কোর্ট তার আবেদনের জরুরি শুনানিতে রাজি না হয়ে দুই সপ্তাহ পর তারিখ ধার্য করেছে। ফলে প্রথম দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের সময় তাকে কারাগারেই থাকতে হচ্ছে। তথ্যসূত্র : এনডিটিভি
কেজরিওয়ালের আবেদনের বিষয়ে তাকে গ্রেপ্তার করা সংস্থা 'এনফোর্সমেন্ট ডিরেক্টরট' (ইডি) কোনো সাড়া দেয়নি। সুপ্রিম কোর্ট তদন্তকারী সংস্থাটিকে ২৭ এপ্রিলের মধ্যে দিলিস্নর মুখ্যমন্ত্রীর আবেদনের জবাব দিতে বলেছে।
এর আগে দিলিস্নর হাইকোর্টে ইডির গ্রেপ্তারির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন কেজরিওয়াল। দিলিস্ন হাইকোর্ট ইডির সিদ্ধান্তকে বহাল রেখেছে। আদালত বলেছে, কেন্দ্রীয় এজেন্সি আইন মেনে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে।
২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে তার গ্রেপ্তারকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন কেজরিওয়াল। তবে ক্ষমতাসীন বিজেপি এমন অভিযোগ অস্বীকার করেছে।