রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের হামলা
প্রকাশ | ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। ফ্রন্টলাইন থেকে ৮০০ মাইল দূরের এই তেল শোধনাগারটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। যে ইউনিটে ড্রোনটি আঘাত হানে, সেটিতে দৈনিক প্রায় এক লাখ ৫৫ হাজার ব্যারেল তেল প্রক্রিয়া করা যায়। তবে একটি সূত্র জানিয়েছে, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। তথ্যসূত্র : রয়টার্স, এএফপি
প্রকাশিত ছবিতে বোঝা যাচ্ছে, ড্রোনটি শোধনাগারের প্রাথমিক পরিশোধন ইউনিটে আঘাত হানে। ফলে এতে বড় ধরনের ক্ষতি হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতি বেশি না হওয়ায় এরই মধ্যে কর্মীরা পস্ন্যান্টে ফিরে গেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পরপরই সেখানে আগুন ধরে যায়। তবে ২০ মিনিটের মধ্যে আগুন নেভানো হয়। তাছাড়া উৎপাদন ব্যবস্থায়ও কোনো প্রভাব পড়েনি।