সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

ইউক্রেনের বিদু্যৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা

যাযাদি ডেস্ক
  ০২ এপ্রিল ২০২৪, ০০:০০
ইউক্রেনের বিদু্যৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা

ইউক্রেনের অভ্যন্তরীণ সমরাস্ত্র উৎপাদন বাধাগ্রস্ত করতে দেশটির বিদু্যৎ ও গ্যাস অবকাঠামোগুলোতে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ বিমান বাহিনী। হামলায় দূরপালস্নার ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তথ্যসূত্র : রয়টার্স, পার্স টুডে

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, 'দূরপালস্নার ক্ষেপণাস্ত্র-ড্রোন ব্যবহারের মাধ্যমে ইউক্রেনের বিদু্যৎ ও গ্যাস খাতের বেশ কিছু স্থাপনা ধ্বংস করেছে রুশ বিমান বাহিনী। আঘাতকৃত স্থাপনাগুলো ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছিল এবং এসব স্থাপনায় অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম প্রস্তুত ও মেরামত করা হতো। যে লক্ষ্যে হামলা চালানো হয়েছিল, তা সম্পূর্ণ সফল হয়েছে। টার্গেট করা প্রতিটি স্থাপনায় আঘাত হানা হয়েছে।'

এদিকে একই দিন রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের একটি বিমানঘাঁটিতে অভিযান চালিয়ে তিনটি যুদ্ধবিমান ধ্বংস করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরেক বিবৃতিতে বলেছে, এসইউ-২৫ মডেলের যুদ্ধবিমানগুলো ইউক্রেনের নিকোলাভ অঞ্চলের ভোজনেসেনস্ক বিমানঘাঁটিতে অবস্থান করছিল। এসব বিমান ধ্বংসের জন্য রাশিয়ার সেনাবাহিনী কৌশলগত বিমান, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আর্টিলারি ইউনিটকে ব্যবহার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে