রোমানিয়া-বুলগেরিয়া অবশেষে শেনজেনভুক্ত হলো

প্রকাশ | ০১ এপ্রিল ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা শেষে শেনজেন অঞ্চলে আংশিক প্রবেশ ঘটল ইউরোপের দেশ বুলগেরিয়া ও রোমানিয়ার। তবে কেবল সাগর ও আকাশপথেই শেনজেনভুক্ত দেশগুলোর সঙ্গে আপাতত যুক্ত হতে পারছে তারা। অর্থাৎ, এই দুই পথেই দেশ দুটির নাগরিকরা বিনা ভিসায় শেনজেনভুক্ত অন্য দেশে ভ্রমণ করতে পারবেন। তথ্যসূত্র : রয়টার্স ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের ১৩ বছরের বেশি সময় পর রোববার আংশিকভাবে হলেও ইইউর অন্য সদস্যদের সঙ্গে ভিসা ছাড়াই শেনজেন এলাকায় যুক্ত হয় বুলগেরিয়া ও রোমানিয়া। ভ্রমণকারীরা এখন সমুদ্র বা আকাশপথে ভ্রমণের সময় ভিসা এবং পাসপোর্টের প্রয়োজন ছাড়াই এই দুটি পূর্ব ইউরোপীয় দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের বাকি অংশগুলোর মধ্যে ভ্রমণ করতে পারবেন। অস্ট্রিয়ার ভেটোর কারণে স্থলপথে এখনো শেনজেনে যুক্ত হতে পারেনি বুলগেরিয়া ও রোমানিয়া। কারণ হিসেবে বলা হয়, স্থলপথে এই দেশগুলো হয়ে সহজে ইউরোপীয় নন, এমন অভিবাসীরা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পৌঁছে যেতে পারবেন। দেশ দুটি ২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। তবে এতদিন শেনজেনে যুক্ত হতে পারেনি।