হংকংয়ের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা

প্রকাশ | ৩১ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
নাগরিকের স্বাধীনতা ও অধিকারের বিরুদ্ধে 'দমন-পীড়নের' অভিযোগে হংকংয়ের একাধিক কর্মকর্তার ওপর নতুন করে ভিসা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিস্নংকেন শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, হংকংয়ের সর্বোচ্চ স্বায়ত্তশাসনের প্রতিশ্রম্নতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, অধিকার ও স্বাধীনতার বিরুদ্ধে গত বছর অভিযান অব্যাহত রাখে চীন। 'অনুচ্ছেদ ২৩' নামে নতুন জাতীয় নিরাপত্তা আইন চালু করে। এর জবাবে পররাষ্ট্র দপ্তর হংকংয়ের একাধিক কর্মকর্তার ওপর নতুন ভিসা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিচ্ছে।' মার্কিন এই ভিসা বিধিনিষেধের আওতায় কারা পড়ছেন বিবৃতিতে সেটি উলেস্নখ করা হয়নি। এর আগে গত নভেম্বরে ৪৯ কর্মকর্তা, বিচারক ও আইনজীবীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা আমেরিকার একটি বিলের সমালোচনা করে হংকং। তার আগেও অধিকার ও স্বাধীনতা ক্ষুণ্ন করার অভিযোগে চীনের বিশেষ প্রশাসনিক এই অঞ্চলের কর্মকর্তাদের ওপর ভিসা ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। নতুন করে ভিসা বিধিনিষেধ ছাড়াও হংকংয়ের বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে বলে সতর্ক করেছে পররাষ্ট্র দপ্তর। তথ্যসূত্র : রয়টার্স