শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
বললেন জেলেনস্কি

মার্কিন সহায়তা না পেলে ইউক্রেনকে পিছু হটতে হবে

যাযাদি ডেস্ক
  ৩১ মার্চ ২০২৪, ০০:০০
মার্কিন সহায়তা না পেলে ইউক্রেনকে পিছু হটতে হবে

কংগ্রেসে বিরোধের কারণে মার্কিন সামরিক সহায়তার প্রতিশ্রম্নতি না পেলে ইউক্রেন বাহিনীকে রণক্ষেত্র থেকে 'স্বল্প পরিসরে' পিছু হটতে হবে। শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই কথা বলেছেন। তথ্যসূত্র : রয়টার্স

'ওয়াশিংটন পোস্ট'কে জেলেনস্কি বলেন, 'মার্কিন সমর্থন না থাকা মানে আমাদের কাছে কোনো বিমান প্রতিরক্ষা নেই, কোনো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নেই, ইলেকট্রনিক যুদ্ধের জন্য কোনো জ্যামার নেই। এমনকি, নেই কোনো ১৫৫ মিলিমিটার গোরাবারুদ।'

তিনি বলেন, 'এর মানে দাঁড়ায় আমরা পিছু হটব। ধাপে ধাপে, ছোট ছোট পদক্ষেপে। তবে যাতে পিছু হটতে না হয়, এমন কিছু উপায় খুঁজে বের করার চেষ্টা করছি আমরা।'

সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, রণক্ষেত্রে যুদ্ধাস্ত্রের ঘাটতির মানে হলো- 'আপনাকে অল্প সরঞ্জামে কাজ চালাতে হবে। যদি প্রশ্ন করুন কীভাবে? অবশ্যই তা ফিরে যাওয়ার মাধ্যমে। যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে সেনা কমাতে হবে। আর যদি এই লাইনটি ভেঙে যায়, তবে রুশ সেনারা বড় শহরে ঢুকে যাবে।'

রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদকে সামরিক ও আর্থিক সহায়তা প্যাকেজ অনুমোদনের জন্য আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে