এবার জাতিসংঘের পর্যবেক্ষকদের গাড়িতে ইসরাইলি হামলা

প্রকাশ | ৩১ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
এবার জাতিসংঘের পর্যবেক্ষকদের গাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে জাতিসংঘের বেশ কয়েকজন পর্যবেক্ষক আহত হয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শনিবার একটি ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের সীমান্ত শহর রমেশের বাইরে জাতিসংঘের প্রযুক্তিগত পর্যবেক্ষকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এ ঘটনায় কয়েকজন পর্যবেক্ষক আহত হয়েছেন। তবে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রেই এই হামলার খবর অস্বীকার করেছেন। ইউনিফিল বা জাতিসংঘের প্রযুক্তিগত পর্যবেক্ষক মিশন ইউএনটিএসও থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গাড়িটিতে তিনজন জাতিসংঘের প্রযুক্তিগত পর্যবেক্ষক এবং একজন লেবানিজ অনুবাদক ছিলেন। সেই সূত্রটি এবং একটি দ্বিতীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরাইলি হামলায় গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন। গত ৭ অক্টোবর গাজায় হামলার দিন থেকেই লেবাননেও নিয়মিত হামলা করছে ইসরাইল। এতে হিজবুলস্নাহর অন্তত ২৭০ যোদ্ধা নিহত হয়েছেন। হামলায় লেবাননে আরও ৫০ বেসামরিক নিহত হয়েছেন।