সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
ইসরাইলকে সমর্থন

মুসলমানদের মনোকষ্ট বোঝেন বলার পরই অস্ত্র পাঠাচ্ছেন বাইডেন

যাযাদি ডেস্ক
  ৩১ মার্চ ২০২৪, ০০:০০
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন

গাজায় ইসরাইলি বাহিনীর টানা অভিযানে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই বিষয় নিয়ে মার্কিন মুসলমানরা যে খুবই মনোকষ্টে রয়েছেন, তা 'বোঝেন' বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে বাইডেন বলেন, আরব আমেরিকানরা যে দুঃখ অনুভব করছেন, তাকে শ্রদ্ধা জানিয়ে অবশ্যই আমাদের এই সমর্থনে বিরতি দেওয়া উচিত। তাদের কষ্ট আমি বুঝি। আমি ব্যক্তিগতভাবেও সেজন্য দুঃখ ভারাক্রান্ত।' তবে মুসলমানদের এমন বার্তা দেওয়ার পরপরই তিনি ইসরাইলে আরও অস্ত্র পাঠানোর বিষয়ে সম্মতি দিয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স

গাজা উপত্যকার রাফাহ এলাকায় ইসরাইলের সম্ভাব্য সামরিক অভিযানের প্রকাশ্যে নিন্দা জানালেও ওয়াশিংটন ওই অস্ত্র হস্তান্তরে অনুমোদন দিয়েছে। আমেরিকার অস্ত্র সরবরাহ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দুটি সূত্র শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র দুটি মার্কিন সংবাদমাধ্যম 'ওয়াশিংটন পোস্ট'কে বলেছে, আমেরিকার নতুন অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে ১৮০০-এমকে৮৪ ২০০০ পাউন্ড ও ৫০০-এমকে৮২ ৫০০ পাউন্ডের বোমা।

ওয়াশিংটন তার দীর্ঘদিনের মিত্র ইসরাইলকে বার্ষিক সামরিক সহায়তা হিসেবে তিন দশমিক আট বিলিয়ন ডলার দেয়। ইসরাইলের ক্রমবর্ধমান বোমা হামলা এবং গাজায় স্থল অভিযান ঘিরে আন্তর্জাতিক তীব্র সমালোচনা চলছে। এছাড়া ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা হ্রাসের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের দলের কিছু সদস্য তার প্রতি আহ্বান জানিয়ে আসছেন। এর মাঝেই আমেরিকার পক্ষ থেকে ইসরাইলে নতুন করে ওই সামরিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই ইসরাইলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধের অস্ত্র সরবরাহ করছে আমেরিকা। ইসরাইলের প্রতি বাইডেন প্রশাসনের এই ধরনের অবিচল নীতির সমালোচনা করেছেন কিছু ডেমোক্রেট দলীয় সদস্য ও আরব আমেরিকান গোষ্ঠী। অস্ত্র সরবরাহের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে দায়মুক্তি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন তারা।

এদিকে, শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজায় ইসরাইলি বাহিনীর টানা অভিযানে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনির নিহত হওয়ার ঘটনায় মার্কিন মুসলমানরা যে খুবই মনোকষ্টে রয়েছেন, তা তিনি বোঝেন। বাইডেন বলেন, ?'গাজায় চরম মানবিক বিপর্যয় চলছে। প্রতিদিন শত শত বেসামরিক মানুষের সেখানে নিহত হওয়া এবং সহিংসতার জেরে মার্কিন মুসলমানরা যে নিদারুণ মানসিক কষ্টে আছেন, তা আমরা বুঝতে পারি। ব্যক্তিগতভাবে আমি নিজেও এই ইসু্যতে মানসিকভাবে বিধ্বস্ত।'

গাজা যুদ্ধ ঘিরে নিজে মানসিকভাবে বিপর্যয়ের মধ্যে থাকার কথা স্বীকার করলেও ইসরাইলের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রম্নতি দিয়েছেন জো বাইডেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি জনসাধারণের ক্রমবর্ধমান ক্ষোভ সত্ত্বেও তিনি এই প্রতিশ্রম্নতি দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে