রাশিয়ায় দুই দশকের মধ্যে সবচেয়ে বড় হামলার ঘটনায় একদিনের জন্য জাতীয় শোক পালন করছে মস্কো। রোববার রাশিয়াজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তথ্যসূত্র : রয়টার্স, বিবিসি
এদিন মস্কোর বাইরে ছয় হাজার ২০০ আসন বিশিষ্ট ক্রোকাস সিটি হলের সামনে ফুল দিয়ে নিহতদের স্মরণ করা হয়। এই হলেই শুক্রবার সোভিয়েত-যুগের রক গ্রম্নপ 'পিকনিক' তাদের হিট গান 'অ্যাফ্রেড অফ নাথিং' পরিবেশন করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় চার বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায় ও বিস্ফোরণ ঘটায়। এতে তিন শিশুসহ অন্তত ১৩৩ জন নিহত হন। আহত ১৫০ জনের বেশি।
হামলার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রোববার জাতীয় শোক দিবস ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন। তিনি বলেন, পুরো দেশ এবং জাতি এই ঘটনায় শোক করছে। এই হামলাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ হিসেবে উলেস্নখ করেছেন পুতিন।
হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) জঙ্গি গোষ্ঠী। তবে পুতিনের দাবি, আটক ১১ জনের মধ্যে চার বন্দুকধারী রয়েছে। কনসার্ট হল থেকে পালিয়ে মস্কো থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ব্রায়ানস্ক অঞ্চলে তারা লুকিয়ে ছিল। ওই অঞ্চলটি ইউক্রেনের সীমান্তবর্তী। সেখানে তাদের লুকানোর জন্য ইউক্রেন ব্যবস্থা নিয়েছিল বলেও দাবি করেন পুতিন।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, বন্দুকধারীদের ইউক্রেনের সঙ্গে যোগাযোগ ছিল। তাদের সীমান্তের কাছে আটক করা হয়েছে।