ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে ভারী বৃষ্টিপাতে অন্তত সাতজনের মৃতু্য হয়েছে। এ ঘটনার ১৬ ঘণ্টারও বেশি সময় পর কাদায় চাপা পড়া চার বছরের এক শিশুকে উদ্ধার করা হয়।
রিও থেকে ৬৯ কিলোমিটার উত্তরে পেট্রোপোলিস শহরে কাদা থেকে মেয়েটিকে জীবিত উদ্ধার করা হয়। অঞ্চলটিতে নতুন করে ভূমিধসের ঝুঁকির কারণে শুক্রবার রাতে উদ্ধারকারী দলগুলোকে কাজ বন্ধ রাখতে হয়।
উদ্ধারকারী দলের সদস্যরা বলেন, মেয়েটির বাবা ঘরের দেয়াল চাপায় মারা গেছেন। তিনি তার মেয়েকে আগলে রেখেছিলেন বলেই শিশুটি জিবিত রয়েছে। একই স্থানে মারা গেছেন আরও তিনজন। তথ্যসূত্র : এপি