মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

ভারতের উত্তর প্রদেশে মাদ্রাসা নিষিদ্ধ

যাযাদি ডেস্ক
  ২৪ মার্চ ২০২৪, ০০:০০
ভারতের উত্তর প্রদেশে মাদ্রাসা নিষিদ্ধ

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলো নিষিদ্ধের আদেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। শুক্রবার বিচারপতি সুভাষ বিদ্যার্থী এবং বিবেক চৌধুরী এ রায় দেন। তথ্যসূত্র : রয়টার্স

এই রায়ের মাধ্যমে উত্তরপ্রদেশে মাদ্রাসা পরিচালনাকারী ২০০৪ সালের আইন বাতিল করা হলো। রায়ে বলা হয়েছে, এই আইন ভারতের সাংবিধানিক ধর্মনিরপেক্ষতাকে লঙ্ঘন করে। এছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের প্রচলিত স্কুলে স্থানান্তরেরও নির্দেশ দিয়েছে আদালত।

উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান ইফতিখার আহমেদ জাভেদ জানিয়েছেন, আদালতের এই আদেশের পর মাদ্রাসাগুলোতে দেওয়া সরকারি অনুদান বন্ধ হয়ে যাবে। ফলে বিপাকে পড়বেন রাজ্যের ২৫ হাজার মাদ্রাসার ২০ লাখ ৭০ হাজার শিক্ষার্থী এবং অন্তত ১০ হাজার শিক্ষক। রাজ্যের ২ কোটি ৪০ লাখ মানুষের এক-পঞ্চমাংশই মুসলমান বলেও উলেস্নখ করেছেন তিনি।

রাজ্যটির মাদ্রাসা বোর্ডের সাংবিধানিকতার বৈধতা নিয়ে অংশুমান সিং রাঠোর নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় এই রায় দিয়েছে হাইকোর্ট। এই রাঠোর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, তা জানা যায়নি। তবে এই রায় আগামী লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে