বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

নতুন মহাকাশ যানের পরীক্ষা ইসরোর

যাযাদি ডেস্ক
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০
নতুন মহাকাশ যানের পরীক্ষা ইসরোর

ভারতের মহাকাশ বিজ্ঞানীরা কম খরচের নতুন মহাকাশ যানের সফল পরীক্ষা চালিয়েছেন। মহাকাশ বিজ্ঞানের পরিভাষায় 'রি-ইউজেবল লঞ্চ ভেহিকেল' (আরএলভি)। অর্থাৎ, পুনর্ব্যবহার্য মহাকাশ যান। পৌরাণিক অ্যাখ্যানের সঙ্গে যোগসূত্র টেনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা যার নাম রেখেছেন 'পুষ্পক'। লঙ্কার রাজা রাবনের বাহন 'পুষ্পক' রথের নামে নামকরণ করা

হয়েছে যানের।

শুক্রবার সকালে কর্ণাটকের চিত্রদুর্গের 'অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ' থেকে 'আরএলভি এলইএক্স-০২'-র সফল অবতরণ সংক্রান্ত পরীক্ষা চালানো হয়।

পৃথিবীর বায়ুমন্ডলীয় ক্ষেত্রের বাইরে পাঠানো পুষ্পককে সফলভাবে অবতরণ ক্ষেত্রে ফিরিয়ে আনা হয়। তথ্যসূত্র : এবিপি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে