ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে ৭০ রোহিঙ্গার মৃতু্য
প্রকাশ | ২৩ মার্চ ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে একটি নৌকা ডুবে ৭০ জনের বেশি রোহিঙ্গার 'মৃতু্য হয়েছে বা নিখোঁজ রয়েছেন।' শুক্রবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা 'ইউএনএইচসিআর' এ তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, মৃতের সংখ্যা নিশ্চিত হলে, এটি হবে চলতি বছরের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।
এর আগে বুধবার জেলেরা অভিবাসীদের মধ্যে ছয়জনকে উদ্ধার করেছিল। ওই সময় সতর্কতা জারি করা হয়। উদ্ধারকারীরা অভিযান চালিয়ে সেখান থেকে আরও প্রায় ৭০ জনকে
উদ্ধার করে।
আচেহ শহরের একটি মাছ ধরা সম্প্রদায় জানিয়েছে, জোয়ারের কারণে নৌকাটি ডুবে যাওয়ার পর তারা খোলসের ওপর দাঁড়িয়ে ছিলেন।
নিপীড়নের হাত থেকে বাঁচতে প্রতি বছর শত শত রোহিঙ্গা মিয়ানমার থেকে সাগরপথে পালিয়ে ইন্দোনেশিয়া প্রবেশের চেষ্টা করছেন। গত বছর দুই হাজার তিন শতাধিক রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় গেছেন। তথ্যসূত্র : বিবিসি