রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, সেনাসহ নিহত ১০

যাযাদি ডেস্ক
  ২২ মার্চ ২০২৪, ০০:০০
পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, সেনাসহ নিহত ১০

পাকিস্তানের গোয়াদর বন্দরে বিচ্ছিন্নতাবাদীদের একটি হামলা রুখে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় দুই সেনা ও আট বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সায়িদ আহমেদ উমরানি জানান, বুধবার বন্দর কর্তৃপক্ষের কমপেস্নক্সে গোয়েন্দা সংস্থা ও আধাসামরিক বাহিনীর দপ্তরে বোমা হামলা চালিয়ে আক্রমণ শুরু করেছিল বিচ্ছিন্নতাবাদীরা, নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করেছে।

বিচ্ছিন্নতাবাদীরা বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটানোর পর গুলিবর্ষণ করতে থাকে, তারা কমপেস্নক্স ভবনটি তছনছ করার চেষ্টা করতে থাকে।

সামাজিক মাধ্যম 'এক্স'-এ বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, নিরাপত্তা বাহিনী আট বিচ্ছিন্নতাবাদীকে 'নিষ্ক্রিয়' করেছে।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় দুই সেনা নিহত হয়েছে। বন্দরে মোতায়েন থাকা সেনারা সফলভাবে হামলা প্রতিরোধ করেছে। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে