তীব্র তাপপ্রবাহে পুড়ছে ব্রাজিল
প্রকাশ | ২১ মার্চ ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
তীব্র তাপ প্রবাহের কারণে নাভিশ্বাস ওঠার জোগাড় ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওর বাসিন্দাদের। আবহাওয়া দপ্তর বলেছে, মানুষ যে উত্তাপ অনুভব করছে তার বিচারে ফিলস লাইক টেম্পারেচার ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। সোমবার সকালে তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে যায়। ২০১৪ সালে একবার এরকমই দাবদাহের কবলে পড়েছিল ব্রাজিল।
আবহাওয়াবিদেরা বলছেন, শুধু আবহাওয়া অফিসের রেকর্ড করা তাপমাত্রা দিয়ে গরমের তীব্রতা বিচার করলে হবে না। এর সঙ্গে বাতাসে আপেক্ষিক আদ্রতা বিবেচনায় নিতে হবে। সেসব জিনিস বিবেচনায় নিলে রিও ডি জেনেরিওর মানুষ এখন প্রায় সাড়ে ৬২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করছে। তীব্র গরমের কারণে রিও ডি জেনেরিওতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। একটু শীতলতার খোঁজে শত শত মানুষ ভিড় জমিয়েছে কোপাকাবানা ও ইপানেমা সমুদ্র সৈকতে।
উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও বেশ কিছু অফিস। ৪৯ বছর বয়সি প্রশাসনিক সহকারী রাকেল কোরিয়া মধ্য রিওর একটি পার্কে বসে বলছিলেন, আমি খুব ভয় পাচ্ছি যে, এটি আরও খারাপের দিকে যাচ্ছে।