বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

ইউক্রেন ন্যাটো সেনা মোতায়েন বিশ্বযুদ্ধের কারণ হবে

যাযাদি ডেস্ক
  ১৮ মার্চ ২০২৪, ০০:০০
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি

ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনাদের যদি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়, এতে সর্বাত্মকভাবে বৈশ্বিক সংঘাত শুরু হবে এবং সেই সংঘাত শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। যুদ্ধের একটা পর্যায়ে ইতালি ইউক্রেনে সেনা মোতায়েন করবে- এমন সম্ভাবনাকে তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন।

গত শুক্রবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ইতালি শেষ পর্যন্ত ন্যাটো জোটের অধীনে ইউক্রেনে সেনা মোতায়েন করবে কিনা- এমন প্রশ্নের জবাবে তাজানি এ ধারণাকে সম্পূর্ণভাবে নাকচ করে দেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি মনে করি, ইউক্রেনে ন্যাটো জোটের প্রবেশ করা উচিত নয়। এটা ভুল হবে। আমাদের উচিত, ইউক্রেন নিজেই নিজেকে রক্ষা করুক, সেই ব্যাপারে সহযোগিতা করা; কিন্তু ইউক্রেনে প্রবেশ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করবে।'

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ নতুন এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো উচিত। এরপর ইতালির পররাষ্ট্রমন্ত্রী কার্যত ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের বিরোধিতা করলেন। তথ্যসূত্র : পার্স টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে