আবগারি দুর্নীতি মামলায় ভারতের দিলিস্নর মুখ্যমন্ত্রী তথা আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়ালের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে রাউস অ্যাভিনিউ আদালত। শনিবার সকালে আদালতে সশরীরে হাজিরা দেন কেজরি। দিলিস্নর আবগারি দুর্নীতি-সংক্রান্ত মামলায় শুক্রবার তেলেঙ্গানার সাবেক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) মেয়ে তথা ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) বিধান পরিষদ সদস্য কে কবিতাকে গ্রেপ্তার করেছে ইডি। হায়দরাবাদে গ্রেপ্তারের পর তাকে দিলিস্ন নেওয়া হয়েছে।
রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থাটির পক্ষে অভিযোগ করা হয়েছে, দিলিস্নর আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটবার সমন পাঠালেও তা এড়িয়ে গেছেন কেজরিওয়াল। অথচ তিনি সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন, দলের ভোট প্রচারে থাকছেন। শুধু ইডি দপ্তরে হাজিরা দিতে পারছেন না।
ইডির বক্তব্য শোনার পরের দিন বৃহস্পতিবারই আদালত জানায়, কেজরিকে শনিবার হাজিরা দিতে হবে। তা মেনেই শনিবার হাজির
হয়েছিলেন তিনি।
আবগারি মামলায় কেজরিওয়ালকে মোট আটবার তলব করেছে ইডি। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়েছেন তিনি। তবে গত সোমবার কেজরিওয়াল জানান, আগামী ১২ মার্চের পর তিনি ইডির প্রশ্নের উত্তর দিতে চান। তথ্যসূত্র : এনডিটিভি