বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ

যাযাদি ডেস্ক
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০
ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ

ইউক্রেনের সুমাই অঞ্চলের রাশিয়ার সীমান্তবর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। ওই এলাকার বাড়তি সময় ধরে গোলাবর্ষণ হওয়ার পর বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স

সুমাই অঞ্চলের সামরিক প্রশাসন শুক্রবার 'টেলিগ্রাম' অ্যাপে জানায়, গত তিন দিনে সীমান্তের ভেলিকোপিসারস্কার নিকটবর্তী এলাকাগুলো থেকে ১৮০ জনের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সুমাইতে দীর্ঘদিন ধরে প্রায় প্রতিদিন গোলাবর্ষণ করছে রাশিয়া, কিন্তু এখন আক্রমণের তীব্রতা বেড়েছে।

আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, যে এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে, সেখানে গত পাঁচ দিনে তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছে।

সুমাই অঞ্চলের ২২টি গ্রাম থেকে এ পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে সামরিক প্রশাসন জানিয়েছে।

ভেলিকোপিসারস্কার কাছে সীমান্তের অপর পাশে কয়েক কিলোমিটারের মধ্যেই রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের কোজিনকা গ্রামের অবস্থান। গত সপ্তাহে এই গ্রামটিতেই ইউক্রেন থেকে একটি সশস্ত্র অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। ওই সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে সেখানে উলেস্নখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে