সেনাবাহিনীকে বৃহত্তর যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম
প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বৃহত্তর যুদ্ধে লড়াইয়ের ক্ষমতা বাড়াতে প্রস্তুতি নিতে বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার চলমান যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় বুধবার এই আহ্বান জানিয়েছেন কিম। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই খবর দিয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা, এপি
এর আগে সিউল ও ওয়াশিংটনকে তাদের 'বেপরোয়া' এবং 'উন্মত্ত মহড়া' বন্ধ করার আহ্বান জানিয়েছিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার মহড়াকে আক্রমণের অনুশীলন হিসেবে বিবেচনা করে উত্তর কোরিয়া।
কেসিএনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের পশ্চিমে অবস্থিত একটি বড় সামরিক ঘাঁটিতে সেনাদের কর্মকান্ড পরিদর্শন করার পর যুদ্ধের জন্য জোরদার প্রস্তুতির এই নির্দেশ দেন উত্তর কোরিয়ার নেতা কিম। তবে ওই সামরিক ঘাঁটির অবস্থান বলা হয়নি।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই 'বিরাজমান পরিস্থিতির প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে যুদ্ধের প্রস্তুতি জোরদার করার কাজের সূচনা করতে হবে। আমাদের সেনাবাহিনীর উচিত... নিখুঁত যুদ্ধ প্রস্তুতির জন্য সক্ষমতার দ্রম্নত উন্নতিতে প্রকৃত যুদ্ধ মহড়াকে ক্রমাগত জোরদার করা।'