থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে কয়েকজন যাত্রীর লাগেজ তলস্নাশি করে লাল পান্ডাসহ বহু পশু-পাখি ও প্রাণী উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
তারা সবাই ভারতীয় এবং দেশের বাইরে প্রাণী পাচার করার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়।
দেশটির কাস্টমস কর্মকর্তারা বলছেন, একটি রেড পান্ডাসহ আরও কয়েক ডজন প্রাণী দেশের বাইরে পাচারের চেষ্টা করার জন্য ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
সুবর্ণভূমি বিমানবন্দরে জব্দ করা ৮৭টি প্রাণীর মধ্যে সাপ, তোতাপাখি এবং মনিটর টিকটিকিও রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তথ্যসূত্র : বিবিসি