বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

ভারতের সঙ্গে বিরোধের মধ্যেই প্রতিরক্ষা চুক্তি করল চীন-মালদ্বীপ

যাযাদি ডেস্ক
  ০৬ মার্চ ২০২৪, ০০:০০
ভারতের সঙ্গে বিরোধের মধ্যেই প্রতিরক্ষা চুক্তি করল চীন-মালদ্বীপ

দ্বীপদেশ মালদ্বীপ-চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে। চুক্তির আওতায় এরপর থেকে চীন থেকে বিনামূল্যে সামরিক সহায়তা পাবে মালদ্বীপ। এদিকে, চীন মালদ্বীপকে ১২টি পরিবেশ-বান্ধব অ্যাম্বুলেন্সও উপহার দিয়েছে। তথ্যসূত্র : এনডিটিভি

সাম্প্রতিক মাসগুলোতে ভারতের সঙ্গে মালদ্বীপের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন বেশ প্রকট আকার ধারণ করেছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারত-বিরোধী অবস্থানে অটল রয়েছেন এবং এতে মালদ্বীপ ছাড়তে হচ্ছে ভারতীয় সেনাদের। এমন অবস্থায় চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে মালদ্বীপ।

'শক্তিশালী' দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে বিনামূল্যে সামরিক সহায়তা প্রদানের জন্য চীন সোমবার মালদ্বীপের সঙ্গে এই প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রথম দলকে প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করার পর এই চুক্তি স্বাক্ষর হলো।

অবশ্য চীন ও মালদ্বীপের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির বিশদ বিবরণ দেওয়া হয়নি।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান মোহাম্মদ মুইজ্জু। তার নির্বাচনী প্রচারণার অন্যতম অঙ্গীকার ছিল 'ভারত হটাও'। যদিও তার আগের বেশিরভাগ প্রেসিডেন্টই ছিলেন ভারতপন্থি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে