আসন্ন লোকসভা ভোটের আগে বেকারত্ব নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতে তরুণদের মধ্যে বেকারত্বের হার পাকিস্তানের প্রায় দ্বিগুণ বলে তিনি অভিযোগ তুলেছেন। বলেছেন, ভারতে তরুণদের মধ্যে বেকারত্বের হার এখন বাংলাদেশ, ভুটানের মতো দেশের চেয়েও বেশি। তথ্যসূত্র : এবিপি নিউজ
সোমবার গোয়ালিয়রে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র পথসভায় কংগ্রেসের সাবেক সভাপতি পরিসংখ্যান-সহ বলেন, 'যুব সম্প্রদায়ের মধ্যে বেকারত্বের হার এখানে ২৩, পাকিস্তানে ১২ শতাংশ।' রাহুল বলেন, গত ৪০ বছরের মধ্যে ভারতে বেকারত্বের হার সর্বকালীন শীর্ষে পৌঁছেছে। এই সামগ্রিক পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে রাহুলের অভিযোগ, 'নরেন্দ্র মোদিজি জিএসটি ও নোটবন্দি করে ছোট ব্যবসা ও ব্যবসায়ীদের শেষ করে দিয়েছেন। এর ফলে ভয়ংকর রকম বেকারত্ব দেখা দিয়েছে।'
পাকিস্তানের চেয়েও ভারতে তরুণদের মধ্যে বেকারত্বের হার বেশি- এই অভিযোগে রাহুল অস্ত্র করেছেন আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের (আইএলও) রিপোর্টকে। আইএলও-র রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে ভারতে ১৫-২৪ বছর বয়সি যেসব তরুণ কাজ খুঁজছেন, তাদের মধ্যে বেকারত্বের হার ২৩.২ শতাংশ।
তরুণদের মধ্যে বেকারত্বের নিরিখে গোটা বিশ্বে যে ছয়টি দেশ একেবারে পেছনের সারিতে রয়েছে, এর মধ্যে ভারত অন্যতম। এই ছয়টি দেশের মধ্যে ভারতের সঙ্গে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও আর্মেনিয়া, লেবানন, ইয়েমেন ও ইরান। যেসব দেশে তরুণদের মধ্যে বেকারত্বের হার কম, সেই তালিকার প্রথম দিকে রয়েছে যথাক্রমে- থাইল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, আমেরিকা ও অস্ট্রেলিয়া।