শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ ক্রিকেট

যাযাদি ডেস্ক
  ০৪ মার্চ ২০২৪, ০০:০০
অন্ধ্রপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ ক্রিকেট

প্রায় পাঁচ মাস পর ভারতের অন্ধ্রপ্রদেশের রেল দুর্ঘটনার কারণ জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। ২০২৩ সালের ২৯ অক্টোবর অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার কণ্টকপলস্নী এলাকায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় ১৪ জনের মৃতু্য হয়েছিল। আহত হয়েছিলেন ৫০ জনের বেশি যাত্রী।

সেই রেল দুর্ঘটনার নেপথ্যের কারণ বলতে গিয়ে শনিবার ভারতের রেলমন্ত্রী জানান, ট্রেনের চালক এবং সহ-চালক মোবাইলে ক্রিকেট ম্যাচ দেখছিলেন। সে কারণেই এই দুর্ঘটনা।

দুর্ঘটনার দিন অর্থাৎ ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টা নাগাদ হাওড়া-চেন্নাই লাইনে রায়গড় যাত্রীবাহী ট্রেন ধাক্কা মারে বিশাখাপত্তনম পালসা ট্রেনটিকে। রেলমন্ত্রী বলেন, 'ওই সময় একটি ক্রিকেট ম্যাচ চলছিল। চালক তাতেই মন দিয়েছিলেন। গাড়ি থেকে তার নজর সরে গিয়েছিল। আমরা এমন একটি প্রযুক্তি চালু করছি, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।' তথ্যসূত্র : এবিপি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে