বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

তফশিলের আগেই বিজেপির ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা

যাযাদি ডেস্ক
  ০৪ মার্চ ২০২৪, ০০:০০
তফশিলের আগেই বিজেপির ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা

ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তবে তার আগেই প্রথম দফায় ১৯৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করল কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছেন ২০ জন প্রার্থী। ভারতের লোকসভায় মোট আসন সংখ্যা ৫৪৩টি, এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৪২ আসন। শনিবার দিলিস্নতে বিজেপির প্রধান কার্যালয়ে দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা করেন। তথ্যসূত্র : এবিপি নিউজ

বরাবরের মতো আসন্ন নির্বাচনেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বারানসি থেকে ভোটে লড়বেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লড়বেন গুজরাটের গান্ধীনগর থেকে।

প্রার্থী তালিকায় ২৮ জন নারী প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। দলটির প্রথম ধাপের এই তালিকায় ৪৭ প্রার্থীর বয়স ৫০ বছরের কম। ২৭ জন তফসিলি (আদিবাসী) জাতি, ১৮ জন তফসিলি উপজাতি, ৫৭ জন অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতিনিধি রয়েছেন এই প্রার্থী তালিকায়।

১৯৫ প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৫১ জনের নাম ঘোষণা হয়েছে উত্তরপ্রদেশের, মধ্যপ্রদেশে ২৪ জন, পশ্চিমবঙ্গে ২০ জন, গুজরাট ও রাজস্থানে ১৫, কেরালায় ১২ জন। এছাড়া আসাম, ঝাড়খন্ড, ছত্তিশগড়ের ১১ আসনে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে