বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

পুতিনবিরোধী নাভালনি সমাহিত মস্কোয়

যাযাদি ডেস্ক
  ০৩ মার্চ ২০২৪, ০০:০০
অ্যালেক্সি নাভালনি

পুতিনবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে রাশিয়ার রাজধানী মস্কোয় সমাহিত করা হয়েছে। শুক্রবার শেষকৃত্য শেষে সমাহিত হন পুতিনের সমালোচক এই নেতা। তার শেষকৃত্যে সমবেত হয়েছিলেন কয়েক হাজার রুশ জনগণ।

এদিন স্থানীয় সময় দুপুর ২টায় রাশিয়ার রাজধানীর মস্কোর মেরিনোতে 'মাদার অব গড কোয়েঞ্চ মাই সরোস' গির্জায় তার শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষে তাকে বোরিসভ সমাধিস্থলে সমাহিত করা হয়।

নাভালনির শেষকৃত্যে ছিলেন তার বাবা আনাতোলি ও মা লিয়ুদমিলা। নাভালনির কপালে চুমু খেয়ে শেষ বিদায় জানান তার বাবা-মা।

আলেক্সি নাভালনির শেষকৃত্য উপলক্ষে তার হাজার হাজার সমর্থক চার্চ এলাকায় সমবেত হয়ে 'কারাগারে নাভালনির মৃতু্যর জন্য কর্তৃপক্ষকে ক্ষমা করা হবে না' বলে স্স্নোগান দিতে থাকেন।

গত ১৬ ফেব্রম্নয়ারি আর্কটিক কারাগারে আকস্মিক মারা যান ৪৬ বছর বয়সি অ্যালেক্সি নাভালনি। রুশ কর্তৃপক্ষ বলছে, কারাগারে স্বাভাবিকভাবেই মৃতু্য হয়েছে নাভালনির। তবে পরিবার ও সমর্থকদের অভিযোগ, কারাগারে নাভালনিকে হত্যা করা হয়েছে। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে