গাজায় গণহত্যা

জার্মানিকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় নিল নিকারাগুয়া

প্রকাশ | ০৩ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরাইল গত পাঁচ মাস ধরে গণগত্যা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইসরাইলের এ অমানবিক কর্মকান্ডে সহায়তার অভিযোগ এনে জার্মানির বিরুদ্ধে এবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করেছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। তথ্যসূত্র : আনাদলু নিউজ জাতিসংঘের শীর্ষ আদালতে (আইসিজে) জার্মানির বিরুদ্ধে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর 'গণহত্যা' সহজতর করার অভিযোগ এনেছে নিকারাগুয়া। ইসরাইলকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে গণহত্যা 'সহজতর' করার দায়ে জার্মানিকে অভিযুক্ত করে শুক্রবার মামলা করেছে মধ্য আমেরিকার দেশটি। জার্মানির বিরুদ্ধে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে (ইউএনআরডবিস্নউএ) অর্থ প্রদান স্থগিত করার বিষয়টিরও অভিযোগ করা হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত এক বিবৃতিতে বলেছে, 'নিকারাগুয়া যুক্তি দিয়েছে, ইসরাইলকে রাজনৈতিক, আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করে এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থাকে (ইউএনআরডাবিস্নউএ) অর্থ প্রদান স্থগিত করে জার্মানি গাজায় গণহত্যায় সহায়তা করছে। এ ছাড়া গাজা সংকট মোকাবিলায় বার্লিন সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।' নিকারাগুয়া আন্তর্জাতিক বিচার আদালতের কাছে 'ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধ করার নির্দেশ এবং গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইনের অন্য বিধিনিষেধের বিষয়ে' জরুরিভিত্তিতে ব্যবস্থা জারি করার অনুরোধ জানিয়েছে। উলেস্নখ্য, একশ' বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ, নজিরবিহীন নির্যাতন ও আল-আকসা মসজিদের অবমাননার জবাবে গত বছর ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের ওই হামলার পর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের চলমান অভিযানে ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি বাহিনী অবিরাম হামলা চালিয়ে গাজা ভূখন্ডে ব্যাপকভাবে বাস্তুচু্যতি ও দুর্ভিক্ষের পরিস্থিতিও সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইল গণহত্যার দায়ে অভিযুক্ত। জানুয়ারিতে একটি অন্তর্র্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকান্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।