ইরানের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ

প্রকাশ | ০২ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরানের পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। শুক্রবার সকালে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুলস্নাহ আলি খামেনির ভোট প্রদানের মাধ্যমে শুরু হয় ভোট। তবে এই ভোটে ৪১ শতাংশের বেশি পড়েনি। তথ্যসূত্র : রয়টার্স ভোট দেওয়ার পর ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেওয়া এক বক্তব্যে খামেনি বলেন, 'নির্বাচন সুষ্ঠু ও অবাধ হচ্ছে। ভোট শেষ হলে দ্রম্নততম সময়ের মধ্যে ফল ঘোষণা করা হবে। আশা করছি, নির্বাচনের ফল ইরানের মিত্রদের খুশি করবে, আর শত্রম্নদের হতাশায় ডুবিয়ে দেবে।' মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী দেশ ইরানের আয়তন ১৬ লাখ ৪৮ হাজার ১৯৫ কিলোমিটার। প্রদেশের সংখ্যা ৩০টি। পার্লামেন্টের নাম 'মজলিশ-ই সুরা-ই ইসলাম' বা সংক্ষেপে মজলিশ। মজলিশের মোট আসনসংখ্যা ২৯০টি। প্রতি চার বছর পরপর পার্লামেন্ট নির্বাচন হয় ইরানে। এবারের ভোটে মজলিশের সব আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা এক হাজার ৫০০ জনের বেশি। ইরানে একসময় রাজতন্ত্র প্রচলিত ছিল। ১৯৭৯ সালে ইসলামী বিপস্নবের মাধ্যমে রাজতন্ত্র উচ্ছেদ করে সেখানে ক্ষমতাসীন হয় কট্টরপন্থি ইসলামি সরকার। যারা প্রার্থী হয়েছেন, তাদের একটি বড় অংশই কোনো না কোনোভাবে সরকার সমর্থক।