ভারতের লোকসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে চলতি বছরের এপ্রিলে। সেই নির্বাচন সামনে রেখে পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে। এর মধ্যেই শুক্রবার দুই দিনের পশ্চিমবঙ্গ সফর শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তথ্যসূত্র : এবিপি নিউজ
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি একাধিক সরকারি প্রকল্প উদ্বোধন করবেন মোদি। শুক্রবারই হুগলি জেলার আরামবাগে একটি জনসভা করেন তিনি। আর শনিবার নদীয়া জেলার কৃষ্ণনগরে জনসভা করবেন তিনি। এই জনসভার মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দেবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে এই জনসভা থেকে মোদি কী বার্তা দেন, সেদিকে নজর রয়েছে সবার।
লোকসভা নির্বাচন কেন্দ্র করে সারা ভারতে মোট ১৪টি জনসভা করার কথা আছে নরেন্দ্র মোদির। তার মধ্যে শুক্রবার পশ্চিমবঙ্গের আরামবাগের জনসভা দিয়ে তা শুরু করলেন তিনি।
এদিকে, সফরের প্রথম দিনেই মোদির সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর 'প্রোটোকল' মেনেই শুক্রবার সন্ধ্যায় তার সঙ্গে দেখা করেন রাজভবনে মমতা। মোদির সঙ্গে মমতার এই সাক্ষাৎ 'একেবারেই সৌজন্যের'।