বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে জ্বলছে টেক্সাস

যাযাদি ডেস্ক
  ০২ মার্চ ২০২৪, ০০:০০
ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে জ্বলছে টেক্সাস

ভয়াবহ দাবানলের কবলে পড়েছে আমেরিকার টেক্সাস। উত্তর টেক্সাসে এক হাজার ৭০০ বর্গমাইল বা চার হাজার চারশ বর্গকিলোমিটার বনভূমিজুড়ে জ্বলছে এই দাবানল। টেক্সাসের ইতিহাসে এটিই সবচেয়ে বড় দাবানল। তথ্যসূত্র : এএফপি, ডিডাবিস্নউ নিউজ

টেক্সাসে দুটি আলাদা দাবানল এখন মিশে গেছে। এ ছাড়া দাবানল পাশের রাজ্য ওকলাহোমাতেও ছড়িয়েছে। মাত্র তিন শতাংশ এলাকায় দাবানলকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে বনবিভাগ জানিয়েছে। বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমে। তবে ওই দাবানল বিপজ্জনক এবং তা অনিয়ন্ত্রিত বলেও জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার টেক্সাসে গিয়েছিলেন। তিনি আমেরিকা-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন। তিনি ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে বলেছেন। তিনি দুর্গত এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন।

চলতি সপ্তাহে একজন ৮৩ বছর বয়স্ক নারী দাবানলের কারণে মারা গেছেন। এখনও দাবানল জ্বলছে। কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কত ঘরবাড়ি পুড়ে গেছে তা জানা যায়নি।

উলেস্নখ্য, এই অঞ্চলে এই সময় দাবানলের ঘটনা অস্বাভাবিক নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে