মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

ইউক্রেনে ন্যাটো দেশগুলো সেনা পাঠাবে না

যাযাদি ডেস্ক
  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ইউক্রেনে ন্যাটো দেশগুলো সেনা পাঠাবে না

ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও এর প্রধান ইউরোপীয় মিত্রদেশগুলো। ইউক্রেনে সেনা পাঠানো বিষয়ে ফ্রান্স ইঙ্গিত দেওয়ার পর ন্যাটোভুক্ত দেশগুলো তাদের পক্ষ থেকে এমন সম্ভাবনার কথা নাকচ করে দিল।

এদিকে ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে এমন আলোচনার পরিপ্রেক্ষিতে ক্রেমলিন সতর্ক করে বলেছে, এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে, তা নিশ্চিতভাবেই রাশিয়া ও ন্যাটোর মধ্যে বিবাদের সূচনা করবে।

গত সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিজয় ঠেকানোর কোনো বিকল্পই পশ্চিমা দেশগুলোর বাদ রাখা উচিত হবে না। যদিও তিনি গুরুত্ব দিয়ে বলেন, এ বিষয়ে এই মুহূর্তে দেশগুলোর মধ্যে সর্বসম্মত কোনো মত নেই।

প্যারিসে তাড়াহুড়ো করে ডাকা ইউরোপীয় নেতাদের এক বৈঠকে প্রেসিডেন্ট মাখোঁ এ মন্তব্য করেন। কিয়েভের প্রতি ঝিমিয়ে পড়া সমর্থন চাঙা করার লক্ষ্যে এ বৈঠক

আহ্বান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে