জনরায় চুরির প্রতিবাদে আগামী ২ মার্চ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পিটিআই নেতা শের আফজাল মারওয়াত বলেছেন, কারাগারে থাকা দলের প্রতিষ্ঠাতা ইমরান খান চান, ৮ ফেব্রম্নয়ারির নির্বাচনে কারচুপির বিরুদ্ধে ২ মার্চ (শনিবার) পাকিস্তানের মানুষ রাজপথে নেমে আসুক।
শের আফজাল আরও বলেছেন, ২ মার্চ রাজধানী ইসলামাবাদে বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ হবে। তিনি ইসলামাবাদের বিক্ষোভে নেতৃত্ব দেবেন। ইসলামাবাদের বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে দায়িত্ব দিয়েছেন ইমরান। পাকিস্তানের জনগণকে ২ মার্চের বিক্ষোভে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শের আফজাল।