পাকিস্তানে বহুজাতিক সামরিক মহড়া শুরু

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
পাকিস্তানে বহুজাতিক সামরিক মহড়া শুরু হয়েছে। ২০টি দেশকে নিয়ে রোববার থেকে উত্তর-পশ্চিম পাকিস্তানে এই সামরিক টহল মহড়া শুরু হয়। এতে আমেরিকা, তুরস্ক ও সৌদি আরবের পাশাপাশি অন্য দেশও অংশ নিয়েছে। এ ছাড়া সামরিক পর্যবেক্ষক হিসেবে আছে চীন, মিয়ানমার ও জার্মানিসহ বেশকিছু দেশ। পাকিস্তানি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সপ্তম আন্তর্জাতিক 'পাকিস্তান আর্মি টিম স্পিরিট' (পিএটিএস) এক্সারসাইজ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার পাব্বিতে অনুষ্ঠিত হয়েছে। ৬০ ঘণ্টা দীর্ঘ এই টহল মহড়ার লক্ষ্য হচ্ছে, জটিল আন্তর্জাতিক নিরাপত্তা পরিবেশে সামরিক বাহিনী থেকে সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। তথ্যসূত্র : আনাদলু নিউজ