সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

জ্ঞানবাপী মসজিদের তহখানায় পূজা চলবে রায় হাইকোর্টের

যাযাদি ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জ্ঞানবাপী মসজিদের তহখানায় পূজা চলবে রায় হাইকোর্টের

ভারতের উত্তরপ্রদেশের বারানসিতে অবস্থিত জ্ঞানবাপী মসজিদের বেজমেন্টে (ভূগর্ভস্থ স্থান) অবস্থিত তহখানায় হিন্দু সম্প্রদায়ের পূজা করার অনুমতি দেওয়ার বিষয়ে নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশন খারিজ করে দিয়েছে রাজ্যটির এলাহাবাদ হাইকোর্ট। তথ্যসূত্র : এনডিটিভি

এর আগে গত ৩১ জানুয়ারি বারানসি জেলা আদালত রায়ে বলেছিল, একজন পুরোহিত জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ সেলারে পূজা করতে পারেন। সেই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই গভীর রাতে পূজা শুরু করার সব ব্যবস্থা করা হয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি।

মসজিদটির ভূগর্ভে চারটি 'তহখানা' বা সেলার রয়েছে। এক পুরোহিত পরিবারের দাবি, এর মধ্যে একটি সেলারে ১৯৯৩ সাল পর্যন্ত তারা পূজা করেছিলেন। এরপর সাম্প্রদায়িক উত্তেজনা, অশান্তির কারণে তৎকালীন মুলায়ম সিং সরকার পূজার অনুমতি বাতিল করে দেয়।

মসজিদের বেজমেন্টে উপাসনা করার অনুমতি চেয়ে পিটিশন দায়ের করেছিলেন কয়েকজন হিন্দু। অপরদিকে, মসজিদ কমিটির দাবি, সেলারে কোনো মূর্তি নেই। তাই ১৯৯৩ সাল পর্যন্ত সেখানে হিন্দু প্রার্থনা করার প্রশ্নই আসে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে