মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

রাশিয়ার গোয়েন্দা বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

যাযাদি ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রাশিয়ার গোয়েন্দা বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে রাশিয়ার দ্বিতীয় আরেকটি এ-৫০ সামরিক নজরদারি বিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। এটি একটি দীর্ঘপালস্নার রেডার শনাক্তকারী বিমান। তথ্যসূত্র : বিবিসি

ইউক্রেনের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, যুদ্ধক্ষেত্রের সম্মুখসারি থেকে ২০০ কিলোমিটারের বেশি দূরে রাশিয়ার রোস্তভ-অন-দন ও ক্রাসনোদর শহরের মধ্যবর্তী অংশে বিমানটিতে আঘাত হানা হয়।

রাশিয়ার জরুরি পরিষেবা কানেভস্কয় জেলায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে এবং জ্বলে ওঠা একটি আগুন নিভিয়ে ফেলেছে। ইউক্রেইনের এই দাবির বিষয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি।

রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার দ্বিতীয় বর্ষপূর্তি ছিল শনিবার। এর আগের দিন, শুক্রবার রাশিয়ার সামরিক গোয়েন্দা বিমান ধ্বংসের দাবি করল ইউক্রেন।

ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশ্চুক রাশিয়ার গোয়েন্দা বিমানটি ভূপাতিত করার জন্য বিমান বাহিনীর সদস্যদের ও সামরিক গোয়েন্দাদের ধন্যবাদ জানিয়েছেন।

ক্রাসনোদরের জরুরি পরিষেবা কর্তৃপক্ষ পরে জানায়, কনেভস্কি জেলার ত্রুদেভয়া আর্মেনিয়া গ্রামের কাছে একটি আকাশযান বিধ্বস্ত হয়েছে, আর সেখানে লাগা একটি আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তবে বিস্তারিত আর কিছু জানায়নি তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে