স্পেনে অ্যাপার্টমেন্ট ভবনে আগুন, নিহত ৪

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
পূর্ব স্পেনের ভ্যালেন্সিয়ায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৫ জন। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ভবনের পুরো সম্মুখভাগে আগুন লেগেছে। কারণ জ্বলন্ত অংশগুলো নিচের ফুটপাতে পড়ে যায় এবং ভেতরে ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকজন বাসিন্দা তাদের অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে সাহায্যের জন্য আহ্বান জানিয়েছেন। স্পেনের তৃতীয় বৃহত্তম শহরের ধনী এলাকাটিতে অবস্থিত ভবনের চতুর্থতলায় আগুন শুরু হয় এবং অন্যান্য অ্যাপার্টমেন্টে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের ভবন দুটির বারান্দা থেকে লোকজনকে উদ্ধার করতে দেখা গেছে। প্রবল বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ে, তবে ভবনটির আচ্ছাদনের জন্য ব্যবহার করা অত্যন্ত দাহ্য উপাদানগুলোও আগুন দ্রম্নত ছড়িয়ে পড়ার কারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভবনটি তৃতীয়তলার এক বাসিন্দা জানান, পঞ্চমতলায় আগুন লাগার পর তা ১০ মিনিটের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ২০ জনের বেশি দমকল কর্মী কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। শুক্রবার ভোর রাতের দিকেই ভবনটি একটি বিশাল আগুনে পোড়া এক কাঠামোতে পরিণত হয়। লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভবনটির ব্যবস্থাপক জানিয়েছেন, পুড়ে যাওয়া ভবনটিতে ১৩৮টি ফ্ল্যাট ছিল, আর সেগুলোতে প্রায় সাড়ে ৪০০ মানুষ বসবাস করতেন। তথ্যসূত্র : বিবিসি