সড়ক দুর্ঘটনায় ভারতীয় বিধায়কের মৃতু্য

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের হায়দরাবাদ শহরে সড়ক দুর্ঘটনায় তেলেঙ্গানা রাজ্যের এক তরুণ বিধায়কের মৃতু্য হয়েছে। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার দুর্ঘটনায় পড়েছিলেন ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেত্রী লাস্য নন্দিতা। শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় নন্দিতাকে (৩৭) বহনকারী গাড়িটি হায়দরাবাদের আউটার রিং রোডের সড়ক বিভাজকে ধাক্কা খায়। চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ফলে ঘটনাস্থলেই লাস্য নন্দিতার মৃতু্য হয়। তার গাড়ির চালককে সংকটজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এখন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। মাত্র ১০ দিন আগেও নন্দিতা দুর্ঘটনায় পড়েছিলেন। তখন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির এক জনসভায় যোগ দেওয়ার জন্য রওনা হয়েছিলেন তিনি। যাওয়ার পথে নারকটপলস্নীতে এক মাতাল গাড়িচালক তার গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় তার এক দেহরক্ষী মারা গেলেও সামান্য আঘাত পেয়ে বেঁচে যান নন্দিতা। পুলিশ উভয় দুর্ঘটনাই তদন্ত করে দেখছে। নন্দিতা তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্টের (এসসি) আসন থেকে ২০২৩ সালে প্রথমবারের মতো রাজ্যটির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৬ সালে হায়দরাবাদ শহরে তার জন্ম হয়েছিল। তার মৃতু্যতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেড্ডি, বিআরএসের প্রধান কে চন্দ্রশেখর রাও, রাজ্য বিজেপির প্রধান জি কৃষাণ রেড্ডি এবং তেলেঙ্গানার বেশ কয়েকজন মন্ত্রী ও নেতা শোক জানিয়েছেন। তথ্যসূত্র : এনডিটিভি