রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

জাতিসংঘের পূর্ণ সদস্য হতে চায় ফিলিস্তিন

যাযাদি ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জাতিসংঘের পূর্ণ সদস্য হতে চায় ফিলিস্তিন

জাতিসংঘের পূর্ণ সদস্যপদ চেয়েছে ফিলিস্তিন। এরই মধ্যে এ বিষয়ে তৎপরতা শুরু করেছে ফিলিস্তিন প্রতিনিধি দল। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান রিয়াদ মনসুর। তথ্যসূত্র : আনাদলু নিউজ

বৈশ্বিক এই সংস্থার পূর্ণ সদস্য হওয়ার বিষয়ে মনসুর বলেন, 'জাতিসংঘের সব সদস্যের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছি। আমরা একটি স্বাক্ষর অভিযানের প্রস্তুতি নিচ্ছি। স্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র সাধারণ পরিষদে জমা দেওয়া হবে।'

গত বুধবার ইসরাইলের পার্লামেন্ট 'নেসেটে' স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে ইসরাইল স্বীকৃতি দেবে কিনা এ প্রস্তাবের ওপর ভোট হয়েছে। সেখানে ১২০ জন মধ্যে ৯৯ জনই বিপক্ষে ভোট দিয়েছেন।

এই ভোটাভুটির পরই মনসুর বলেন, ইসরাইলের পার্লামেন্টের ভোট নিয়ে ফিলিস্তিনের কিছু যায়-আসে না। কারও অনুমতির ওপর স্বাধীনতা নির্ভর করে না। বিভিন্ন দেশ যদি ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে, তাই হবে। তিনি নিপীড়িত, অসহায় জনগণের পাশে থাকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানান।

জাতিসংঘের সনদ অনুসারে, কোনো দেশ যদি জাতিসংঘের সদস্য হতে চায় তাহলে নিরাপত্তা পরিষদের সুপারিশ লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে