মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
গাজায় ইসরাইলি আগ্রাসন

ক্ষুধা-অপুষ্টির নিষ্ঠুরতায় ভুগছে হাজার হাজার মানুষ

যখন তাদের সহায়তা বাড়ানো দরকার তখন সাহায্য বিতরণ কমিয়ে দেওয়া হচ্ছে
যাযাদি ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
একটু খাবারের আশায় ফিলিস্তিনি শিশুদের অপেক্ষা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরাইলের অবিরাম হামলায় সেখানে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় গাজায় হাজার হাজার মানুষ ক্ষুধা ও অপুষ্টির নিষ্ঠুরতায় ভুগছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। একইসঙ্গে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবিও জানানো হয়েছে। তথ্যসূত্র : আনাদলু নিউজ

জাতিসংঘের খাদ্য সংস্থা গাজা উপত্যকার উত্তরাঞ্চলে খাদ্য বিতরণ বন্ধ করার পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'গাজার হাজার হাজার মানুষ ক্ষুধা ও অপুষ্টির নিষ্ঠুরতায় ভুগছেন এবং যখন তাদের সহায়তা বাড়ানো দরকার তখন সাহায্য বিতরণ কমিয়ে দেওয়া হচ্ছে।'

সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্সে' ডেনিস ফ্রান্সিস লিখেছেন, 'আমি আমার নিজের ও জাতিসংঘের সাধারণ পরিষদের পক্ষ থেকে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য আবারও দাবি করছি। যুদ্ধবিরতি না হওয়াটা এখন নিষ্পাপ শিশুদেরসহ সাধারণ মানুষের জীবন ও মৃতু্যর বিষয় হয়ে দাঁড়িয়েছে।'

গত মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডবিস্নউএফপি)। আর এরপরই গাজার মানুষের দুরবস্থা নিয়ে সরব হলেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। গাজার উত্তরাঞ্চলে 'লাইভ-সেভিং' খাদ্য সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়ে ডবিস্নউএফপি বলেছে, ব্যাপক বিশৃঙ্খলার কারণে তাদের সহায়তা কনভয়গুলো সম্পূর্ণরূপে বিপর্যয় ও সহিংসতার সম্মুখীন হয়েছে। সংস্থাটি আরও বলেছে, এই সিদ্ধান্তটি সহজভাবে নেওয়া হয়নি। তাদের সদস্যরা ব্যাপক ভিড়, বন্দুকযুদ্ধ এবং লুটপাটের সম্মুখীনও হয়েছেন।

এছাড়া জাতিসংঘ গত বছরের ডিসেম্বর থেকে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের আশঙ্কার কথা বলে আসছে। ডবিস্নউএফপি বলেছে, সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে এই ভূখন্ডে 'ক্ষুধা ও রোগ দ্রম্নত ছড়িয়ে' পড়ার প্রমাণ রয়েছে।

গত মাসে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডবিস্নউএ জানায়, অন্তত তিন লাখ মানুষ এখনও উত্তর গাজায় রয়েছেন যারা বেঁচে থাকার জন্য তাদের সহায়তার ওপর নির্ভর করছেন। তীব্র সংঘাতের কারণে গাজার উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণ খুবই কম হয়ে থাকে। এছাড়াও অল্প পরিমাণে যে সহায়তা বিতরণ হয়, সেটিও আবার ইসরাইলি সামরিক বাহিনীর নিরাপত্তা ছাড়পত্রের ওপর নির্ভরশীল। এছাড়া গত সোমবার ডবিস্নউএফপি ও জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের একটি যৌথ প্রতিবেদনে দেখা গেছে, গাজার উত্তরে পরিস্থিতি 'বিশেষ করে খুবই খারাপ অবস্থায় রয়েছে'। ডবিস্নউএফপি বলছে, উত্তরাঞ্চলের বিভিন্ন আশ্রয়কেন্দ্র এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পরিচালিত পরীক্ষায় দেখা গেছে, দুই বছরের কম বয়সি ১৫ শতাংশের বেশি শিশু তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে