মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

চীনে সেতুতে জাহাজের ধাক্কায় দুইজন নিহত

যাযাদি ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চীনে সেতুতে জাহাজের ধাক্কায় দুইজন নিহত

চীনে মালবাহী জাহাজের ধাক্কায় পার্ল নদীর একটি সেতুর কিছু অংশ ভেঙে পড়েছে। এ ঘটনায় দুইজনের মৃতু্য হয়েছে এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন। জাহাজটির একজন ক্রু আহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে গুয়াংডং প্রদেশের বৃহত্তম শহর ও রাজধানী গুয়াংজুতে ঘটনাটি ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গুয়াংজুর নানশা এলাকার লিক্সিনশা সেতুতে জাহাজটি আঘাত হানে, তবে এতে কোনো মালামাল ছিল না। জাহাজের ধাক্কায় সেতুর একটি অংশ ভেঙে পড়ে। এ সময় সেতুটির ওই অংশে একটি মোটর সাইকেল ও বাসসহ পাঁচটি যানবাহন ছিল।

দুটি যান নদীর পানিতে পড়ে ডুবে যায় আর বাকি তিনটি সেতুর ভাঙা অংশের ফাঁক গলে নিচে জাহাজটিতে গিয়ে পড়ে।

মালবাহী জাহাজটি একই প্রদেশের ফোশান শহর থেকে নানশায় এসেছিল। জাহাজের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাস্থলের আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার পর থেকে নদীর এক পাড়ের এলাকাগুলোতে পানি সরবরাহ ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে বলে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত সেতুটিতে সংস্কার কাজ করার কথা থাকলেও পরিকল্পনা তিনবার স্থগিত করা হয় বলে সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। উলেস্নখ্য, পার্ল নদীর বদ্বীপের ওপর গড়ে ওঠা শহর গুয়াংজু চীনের অন্যতম ব্যস্ত সমুদ্রবন্দর। তথ্যসূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে