মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

দোনেৎস্কে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহত

যাযাদি ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দোনেৎস্কে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার দখলকৃত অঞ্চলে দু'টি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৬০ রুশ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার দোনেৎস্ক অঞ্চলের একটি প্রশিক্ষণ এলাকায় এই হামলা হয়। তথ্যসূত্র : বিবিসি

পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছেন, এক সিনিয়র কমান্ডারের আগমন উপলক্ষে রুশ সেনারা হামলাস্থলে জড়ো হয়েছিল। ঘটনার প্রকাশিত ভিডিওতে অনেক মৃতদেহ দেখা গেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বৈঠকের কয়েক ঘণ্টা আগে এই হামলা হয়। বৈঠকে শোইগু রণক্ষেত্রের বিভিন্ন এলাকায় রুশ সেনাদের অগ্রগতির কথা পুতিনকে জানিয়েছেন। সম্প্রতি আভদিভকা শহর দখলের বিষয়েও কথা বলেছেন তিনি।

দোনেৎস্ক অঞ্চলের ট্রুডোভস্কে গ্রামে এই হামলার বিষয়ে রাশিয়া ও ইউক্রেন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এক রুশ কর্মকর্তা পরোক্ষভাবে হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা অতিরঞ্জিত করা হচ্ছে বলে দাবি করেছেন।

সেনারা ২৯তম পূর্বাঞ্চলীয় সামরিক অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল ওলেগ মইসেইয়েভের আগমনের অপেক্ষায় ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে