রুশ আর্কটিক পেনাল কলোনি কারাগারের শীর্ষ পর্যায়ে ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এই কারাগারে পুতিনবিরোধী অ্যালেক্সি নাভালনির মারা গেছেন। যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের সম্পদ জব্দ ও ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।
ছয় কারা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, যারা অ্যালেক্সি নাভালনির মৃতু্যর জন্য দায়ী, তাদের সবাইকে জবাবদিহির আওতায়
আনা হবে।
নিষেধাজ্ঞা ঘোষণার সময় ডেভিড ক্যামেরন বলেন, নাভালনিকে হুমকি হিসেবে দেখেছে রুশ কর্তৃপক্ষ। তাই বারবার তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তারা। তাকে অত্যাচার করা নিয়ে সন্দেহ থাকা উচিত নয়। তাই কারাগারে শীর্ষপর্যায়ের এই কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা
আরোপ করা হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন নাভালনি। ৪৭ বছর বয়সি নাভালনি বিরোধী নেতা ছিলেন। ২০২১ সাল থেকে কারাগারে বন্দি তিনি। গত বছরের শেষ দিক থেকে উত্তর সাইবেরিয়ার একটি কারাগারে (পেনাল কলোনি) কারাভোগ করছিলেন এই নেতা। গত শুক্রবার কারাগারে মারা যান তিনি। তথ্যসূত্র : বিবিসি