রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানানো মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহমকে নিজেদের 'চরমপন্থি ও সন্ত্রাসী' তালিকায় অন্তর্ভুক্ত করেছে মস্কো। রাশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো মঙ্গলবার এ খবর দিয়েছে।
রাশিয়ার যে সংস্থাটি এই তালিকা করে, সেই ফেডারেল ফিনান্সিয়াল মনিটরিং পরিষেবার তথ্য অনুযায়ী, গ্রাহামের এন্ট্রি নম্বর ৩৯৬৭। এই তালিকায় প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম অন্তর্ভুক্ত থাকলেও ঠিক কী কারণে তাদের নাম এখানে লিপিবদ্ধ করা হয়েছে, এর উলেস্নখ নেই বলে জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি।
রাশিয়ার কারারুদ্ধ বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির মৃতু্য সংবাদের প্রতিক্রিয়ায় রাশিয়াকে 'সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র' ঘোষণার আহ্বান জানিয়েছিলেন গ্রাহাম।