শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

পাপুয়ায় নিউ গিনিতে ৬৪ জন নিহত

যাযাদি ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পাপুয়ায় নিউ গিনিতে ৬৪ জন নিহত

পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত উচ্চভূমি অঞ্চলে চোরাগোপ্তা হামলার এক ঘটনায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশের মুখপাত্র জানিয়েছেন, রোববার এনগা প্রদেশে স্থানীয় নৃগোষ্ঠীগুলোর বিরোধকে কেন্দ্র করে ওয়াবাগ শহরের কাছে ঘটনাটি ঘটেছে। নিহতদের প্রত্যেককে গুলি করে মারা হয়েছে।

ওই উচ্চভূমি অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই সহিংসতা চলছে, কিন্তু এবারের হত্যাকান্ড কয়েক বছরের মধ্যে সবচেয়ে নারকীয় ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

অবৈধ আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতায় সহিংসতা তীব্র হয়ে উঠেছে এবং সংঘর্ষগুলোকে আরও প্রাণঘাতী করে তুলেছে।

ঘটনাস্থলটি পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো সংগ্রহ করা শুরু করেছে। ওই অঞ্চলটিতে প্রায়ই জমি বণ্টন ও সম্পদের অধিকার নিয়ে সংঘর্ষ হয়। গত জুলাইতে স্থানীয় নৃগোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ার পর এনগা প্রদেশ তিন মাস লকডাউনে ছিল। পুলিশ ওই সময় সেখানে কারফিউ ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে