তালেবান ছাড়াই কাতারে আফগান সম্মেলন

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
আফগানিস্তানের সঙ্গে কীভাবে সম্পর্কের উন্নতি ঘটানো যায়, সেই লক্ষেই সোমবার কাতারে শেষ হয়েছে দুই দিনের সম্মেলন। জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস সম্মেলন পরিচালনা করছেন। তথ্যসূত্র : এএফপি প্রাথমিকভাবে তালেবান প্রতিনিধিদেরও এই সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তারা জানিয়েছেন, সম্মেলনে যোগ দেওয়া সম্ভব নয়। জাতিসংঘের দাবি, তালেবানের পক্ষ থেকে একটি শর্ত দেওয়া হয়েছিল। সম্মেলনে তাদের সমালোচনা করা যাবে না। কিন্তু জাতিসংঘ এই শর্ত মানতে রাজি হয়নি। পাশাপাশি তালেবানের শর্ত ছিল, আফগানিস্তান থেকে কেবলমাত্র তারাই প্রতিনিধিত্ব করবে, অন্য কোনো সংগঠন এই সম্মেলনে যোগ দিতে পারবে না। জাতিসংঘ সেই শর্তও মানতে রাজি হয়নি। ফলে শেষ মুহূর্তে তালেবান জানিয়ে দেয়, তারা এই সম্মেলনে যোগ দেবে না। নরওয়ের 'রিফিউজি কাউন্সিলের' প্রধান জ্যান এগেল্যান্ড 'এক্সে' লিখেছেন, 'দোহার সম্মেলনে তালেবানের যোগ নেওয়া দেওয়া অত্যন্ত দুঃখজনক। সব পক্ষের কাছে আমার আর্জি, আফগানিস্তানের জনগণের কথা ভেবে সকলে একটি মতৈক্যে পৌঁছান।' তালেবান যোগ না দিলেও আফগানিস্তানের বেশ কিছু মানবাধিকার সংগঠন এই সম্মেলনে যোগ দিয়েছে। তারা নারীর ওপর তালেবানের কঠোরতার বিষয়টি সামনে নিয়ে এসেছে।