রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

আবহাওয়ার স্যাটেলাইট পাঠাল ভারত

যাযাদি ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আবহাওয়ার স্যাটেলাইট পাঠাল ভারত

মহাকাশে আবহাওয়া বিষয়ক স্যাটেলাইট পাঠিয়েছে ভারত। শনিবার দেশটির শ্রী হরিকোটা স্পেস স্টেশন থেকে সফল উৎক্ষেপণ করা হয় ইনস্যাট থ্রিডিএ।

স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা নাগাদ, জিএসএসএলভি রকেটে চেপে রওনা দেয় এটি। এরই মধ্যে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। অবস্থান নিয়েছে নিজস্ব মহাকাশ স্টেশনে।

ইসরো জানিয়েছে, পৃথিবী ও সমুদ্রপৃষ্ঠের ওপর নজরদারি চালাবে উপগ্রহটি। এ ছাড়া উপগ্রহটি দিতে পারবে আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে দিতে পারবে আগাম তথ্য।

এর আগে একবার ব্যর্থ হয়েছিল ইনস্যাট থ্রিডিএ উৎক্ষেপণের চেষ্টা। তখন এই স্যাটেলাইটের নাম দেওয়া হয়েছিল 'দুষ্টু ছেলে'। এর আসল নাম অবশ্য জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এই ডাকনাম দিয়েছেন ইসরোর সাবেক চেয়ারম্যান। রকেটটির মতিগতি বুঝতে রীতিমতো হিমশিম খেয়েছেন ইসরোর বৈজ্ঞানিকরারা।

বছর বছর জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে বেড়েই চলেছে ভয়ংকর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রবল তুষারপাত, বন্যা, ভয়ংকর দাবানলের গ্রাসে ছাই হয়ে যাচ্ছে সবুজ বনভূমি। এমন আবহাওয়ার খামখেয়ালি ও দৌরাত্ম্য মোকাবিলায় ইসরোর 'দূত' ইনস্যাট-৩ডিএস গেছে মহাকাশে। পৃথিবীর নিম্নকক্ষে বসে জলবায়ুর গতি-প্রকৃতির দিকে নজর রাখবে ইনস্যাট। লক্ষ্য করবে সাগর-মহাসাগরকে। দুর্যোগ আসবে কিনা তার আগাম বার্তা পাঠাবে এটি। তথ্যসূত্র : টাইমস অব ইনডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে