ইসরাইলি আগ্রাসন
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবেও ভেটো দিচ্ছে আমেরিকা
যুদ্ধবিরতি নিয়ে 'খেলছেন' নেতানিয়াহু :হামাস
প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহে আবারও উঠতে যাচ্ছে 'গাজা যুদ্ধবিরতির' প্রস্তাব। তবে আলজেরিয়ার উত্থাপিত এই প্রস্তাবে ভেটো দেবে আমেরিকা। জানুয়ারির শেষ দিকে হামাস ও দখলদার ইসরাইলের যুদ্ধ নিয়ে কিছু প্রাথমিক নির্দেশনা দেয় দ্য হেগের আন্তর্জাতিক আদালত। এরপরই যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নতুন প্রস্তাব দেয় আলজেরিয়া। ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। প্রস্তাবটি পাস হতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ৯টি দেশের সমর্থন লাগবে। তথ্যসূত্র : এএফপি, আল-জাজিরা
নতুন প্রস্তাবে বলা হয়েছে, 'তারা তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায়, যা সব পক্ষকে মানতে হবে।' এ ছাড়া 'ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ প্রত্যাখ্যান এবং ইসরাইলি জিম্মিদের মুক্তির কথাও বলা হয়েছে এই প্রস্তাবে। কিন্তু জাতিসংঘে নিযুক্ত আমেরিকার স্থায়ী দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড জানিয়েছেন, গাজায় ছয় সপ্তাহের অস্থায়ী বিরতির জন্য দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মিসর ও কাতারের নেতাদের সঙ্গে কাজ করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যদি নিরাপত্তা পরিষদে এখন যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়; তাহলে তার এই প্রচেষ্টা ব্যাহত হতে পারে। এ কারণে এখন তারা যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দিতে পারবেন না।
এদিকে, যখন যুদ্ধবিরতির আলোচনা চলছে, তখন খবর মিলেছে- ইসরাইলে বোমা ও বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত হামলা বন্ধে আলোচনা সত্ত্বেও এই অস্ত্রের চালান ইসরাইলে পাঠাতে চাইছে বাইডেন প্রশাসন। মার্কিন বর্তমান ও সাবেক কর্মকর্তাদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। ইসরাইলে পাঠানোর অপেক্ষায় থাকা এসব অস্ত্রের মধ্যে রয়েছে এমকে-৮২ বোমা, কেএমইউক-৫৭২ জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনেশনস এবং এফএমইউ-১৩৯ বোমা ফিউজ। এসব অস্ত্রের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ ডলার।
যুদ্ধবিরতি নিয়ে 'খেলছেন'
নেতানিয়াহু : হামাস
গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা নিয়ে এখনো 'খেলছেন' ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ মুখপাত্র ওসামা হামদান এমন মন্তব্য করেছেন। বৈরুত থেকে 'আল-জাজিরা'কে দেওয়া এক সাক্ষাৎকারে হামদান বলেন, যুদ্ধবিরতির বিষয়ে মতানৈক্যের মূল কারণ হচ্ছেন নেতানিয়াহু তার ইচ্ছা মতো 'খেলছেন'। গাজায় কোনো ব্যবস্থা বা চুক্তি না করার চেষ্টা করছেন নেতানিয়াহু এবং এটা পরিষ্কার। হামদান পুনর্ব্যক্ত করেছেন, হামাস প্রধান ইসমাইল হানিয়াহ শনিবার এক বিবৃতিতে আলোচনার প্রতি ইতিবাচক অবস্থান এবং যুদ্ধবিরতি অর্জনে ইচ্ছা প্রকাশ করেছেন। গাজায় দিন দিন মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন।