ইরানে ১২ আত্মীয়কে গুলি করে হত্যা

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
কালাশনিকভ রাইফেল দিয়ে ১২ আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। দক্ষিণ-পূর্ব ইরানের একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শনিবার ৩০ বছর বয়সি এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন। কয়েক দশকের মধ্যে এটিকে ইরানের সবচেয়ে মারাত্মক গুলি চালানোর ঘটনা বলে মনে করা হচ্ছে। কেরমান প্রদেশের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম হামিদি আধা-সরকারি বার্তা সংস্থা 'আইএসএনএ'কে বলেছেন, পারিবারিক বিরোধের জেরে বাবা, ভাই এবং অন্য আত্মীয়দের ওপর গুলি চালায় বন্দুকধারী। বন্দুকধারী একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছিলেন বলে প্রতিবেদনে উলেস্নখ করা হয়েছে। তবে হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। স্থানীয় সংবাদ মাধ্যম মাঝেমধ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। তবে এ হামলায় ইরানে সবচেয়ে বেশি মৃতু্যর ঘটনা ঘটেছে, যেখানে নাগরিকদের শুধু বৈধভাবে রাইফেল দিয়ে শিকারের অনুমতি দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোয় সহিংসতার ঘটনা বেড়েছে ইরানে। দেশটি অর্থনৈতিক অবস্থার অবনতিতে ভুগছে এবং আমেরিকান নিষেধাজ্ঞার কারণে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। তথ্যসূত্র : রয়টার্স