পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, যদি তার দল আরেকবার ক্ষমতায় যায়, তাহলে কোনো 'রাজনৈতিক প্রতিশোধ' নেবেন না। এর বদলে সবাইকে ক্ষমা করে দিয়ে পাকিস্তানের উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। শুক্রবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে যান পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আলি মুহাম্মদ খান। ওই সময় তাকে এ কথা জানান ইমরান খান। তথ্যসূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
আলি মুহাম্মদ খান আরও জানিয়েছেন, ইমরান খান তাকে বলেছেন, পাকিস্তানকে এগিয়ে নিতে হলে একটি ন্যায় ও সমন্বয় সাধন কমিটি গঠন খুবই গুরুত্বপূর্ণ।
এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন আলি মুহাম্মদ খান। তিনি ইমরান খানের বক্তব্য উদ্ধৃত করে লিখেছেন, 'ক্ষমতায় যাওয়ার পর, আমরা কোনো রাজনৈতিক প্রতিশোধ নেব না। আমরা দেশ ও জাতিকে সামনে এগিয়ে নেব, দেশ এবং জাতির উন্নয়নের জন্য।'
এদিকে, কারাদন্ডের বিরুদ্ধে আপিল করেছেন ইমরান। আলাদা তিনটি মামলায় তাকে ৩১ বছরের কারাদন্ড দেয় দেশটির আদালত। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের আগ মুহূর্তে এসব দন্ড দেওয়া হয় তাকে।